নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার দাবি মামা বাড়ির আবদার ছাড়া কিছুই নয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে নগর পরিবহন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাজপথে ফয়সালা করার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিন তারিখ নির্ধারণের আহ্বান জানান তিনি।
গাইবান্ধা-৫ আসনের নির্বাচন বন্ধের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ঢাকায় বসে গোপন বুথের ছবি দেখে নির্বাচন বন্ধ করা কতোটুকু যৌক্তিক ও আইনসম্মত তা ভেবে দেখা ইচিত। এ বিষয়ে কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির আন্দোলনের বিষয়ে বলেন, কোনো বিভাগেই বিএনপির ১০ লাখ লোকের সমাবেশ করার সামর্থ্য নেই, এমনকি ঢাকাতেও নয়।