বাহিরের দেশ ডেস্ক: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টাকালে তিউনিসিয়ার উপকূলে এক নৌকা ডুবে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন আরও ২৮ জন।
স্থানীয় মানবাধিকার সংগঠন – তিউনিসিয়ান ফোরাম ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইটস বুধবার এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা।
সংগঠনটির সদস্য রোমাদান বেন ওমর বলেন, ‘দক্ষিণাঞ্চলীয় শহর স্ফ্যাক্সের উপকূলে ডুবে যাওয়া নৌকাটি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড।’
তবে এ বিষয়ে তিউনিসিয়ার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।
সম্প্রতি গৃহযুদ্ধ আর অর্থনৈতিক মন্দা থেকে বাঁচতে এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ ইউরোপে ঢোকার চেষ্টা করে থাকে। এসব মানুষের প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে স্ফ্যাক্সের উপকূলরেখা।
জাতিসংঘের তথ্যানুসারে, চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার অভিবাসন প্রত্যাশী ইতালি পৌঁছেছে তিউনিসিয়া হয়ে। ২০২২ সালে এই সংখ্যা ছিল মাত্র ১ হাজার ৩০০ জন। তবে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করেছে লিবিয়া হয়ে।