নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: তিন ঘণ্টার চেষ্টায় ঢাকার ওয়ারীতে গ্যাসলাইনে লাগা আগুন নিভেছে।
বুধবার (৭ জুন ) ভোর পৌনে ছয়টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, বুধবার রাত ২টা ২৫ মিনিটে ওয়ারীর পুরানো থানার পাশে টিপু সুলতান সড়কে গ্যাসলাইন মেরামত চলাকলীন আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে এবং পরে আরও একটি ইউনিট যুক্ত হয়।
ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার স্টেশনের তিনটি, সূত্রাপুর স্টেশনের দুটি ও সদরঘাট স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ভোর সাড়ে ৫টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ঘটনায় দগ্ধ ছয়জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এদিকে টিপু সুলতান সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্যাসের চুলা ব্যবহার ও ধূমপান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ফায়ার সার্ভিস।