নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর তুরাগ নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ৫৪ নম্বর ওয়ার্ড ধউর বেরিবাঁধ আশুলিয়া ল্যান্ডিং স্টেশন এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, এলাকাবাসী নদীতে মরদেহ ভাসতে দেখে সেখানে থাকা কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জানায়। ট্রাফিক পুলিশ ডিএমপির কন্ট্রোল রুমকে জানায়। পরবর্তীতে তুরাগ থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পরে থানা-পুলিশ নৌ-পুলিশকে খবর দেয়।
ঘটনাস্থলে কর্তব্যরত নৌ পুলিশ মোহাম্মদ আখতারুজ্জামান দেশ রূপান্তরকে জানান, মরদেহটি একজন পুরুষের। বয়স আনুমানিক ২৮ বছর হবে। ধারণা করা হচ্ছে একদিন আগে মরদেহটি নদীতে ফেলা হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় শনাক্ত হয়নি।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার দেশ রূপান্তরকে জানান, যেহেতু মরদেহটি নদীতে পাওয়া গেছে, সেহেতু ঘটনাস্থল নৌ-পুলিশের। এ ঘটনায় নৌ-পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।