ভারত থেকে মনোয়ার ইমাম: শিক্ষিকার আর্তনাদ ভরাক্রান্ত ত্রিপুরার আগরতলা আজ ভারতের ত্রিপুরা রাজ্য। কর্মচূত্য শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ল ত্রিপুরা রাজ্য সরকার পুলিশ। দীর্ঘদিন ধরে প্রায় ১০৭৩৫ জন শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়োগ পত্র বাতিল করে দিয়েছে ত্রিপুরার বিজেপি শাসিত রাজ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব শর্মা।
আজ যখন আগরতলার রাজভবন যাত্রার উদ্দেশ বের হয় শিক্ষক ও শিক্ষার্থীরা। ঠিক তখনই পুলিশ তাদের বাধা দেয়। চলে ধস্তাধস্তি। এর পর মিছিল লক্ষ্য করে লাঠি হাতে তেড়ে আসে পুলিশ।এর পর চলে এলোপাতাড়ি লাঠি।এর ফলে রক্তত্বো হয়ে পড়ে রাজপথ।
এমন সময় এক শিক্ষিকা আর্তনাদ করে উঠলো, তিনি বললেন আমার ছোট্ট বাচ্চা নিয়ে কোথায় যাব। এবং কি খাব।তার জবাব কেউ দিতে পারেনি।এই সব শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ হয়েছিল বামফ্রন্ট এর সময়। তারা যাথা রিতী চাকরি করছিল। কিন্তু সম্প্রতি আগরতলা হাইকোর্ট জানিয়েছেন তাদের নিয়োগ পত্র ত্রুটি ছিল। এর ফলে প্রায় ১০৭৩৬ জন শিক্ষক ও শিক্ষিকাকে বসিয়ে দেয় সরকার। যার ফলে দীর্ঘদিন ৫২ ধরে ধর্নায় বসেছে ছিল।
আজ যখন তারা রাজ্যপাল সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন এই ঘটানাটি ঘটে। র আগে বিজেপি ক্ষমতায় আসার আগে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষক ও শিক্ষার্থী দের চাকরি দেব বলে প্রতিশ্রুতি দেয়। তা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন।