বাহিরের দেশ ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিরোধী পক্ষগুলোর রক্তক্ষয়ী সংঘর্ষে অনন্ত ২৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে দেশটির তরুণ কমেডিয়ান মুস্তফা বারাকাও রয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।
রোববার (২৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
দেশটিতে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থা গত দুই বছরের সবচেয়ে বাজে সংঘর্ষে রূপ নেয়। এটি বৃহত্তর সংঘাতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘ অবিলম্বে রক্তক্ষয়ী এই সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এর আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮৭ জন আহত হওয়ার খবর জানানো হয়েছিল।