ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের দড়িকাঁঠাল গ্রামের এলাকাবাসী রাস্তা পাকাকরনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কাঁঠাল ইউনিয়নের দড়িকাঁঠাল এলাকায় সাধারন জনগন, স্কুল ,কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেনীর হাজারো মানুষ রাস্তা পাকা করণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে অংশ গ্রহন করেন ।
সরেজমিনে জানা যায়, উপজেলার উকিলবাড়ী মোড় থেকে বানিয়াধলা কালিরবাজার পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার সড়ক। এর মধ্যে সাড়ে ৩ কিলোমিটার রাস্তা পাকা করন করা হলেও খানাখন্দে ভরা । বাকী ৪ কিলোমিটার রাস্তা কাঁচা হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বিক্ষোব্ধ এলাকাবাসী জানান, এই রাস্তা উপজেলার একমাত্র কাঁচা রাস্তা। দীর্ঘদিন এ রাস্তাটি পাকা করনের দাবী জানানো হলেও রাস্তা পাকা করন করা হয়নি। এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হয় । এই এলাকার কনে দেখে পছন্দ হলেও রাস্তা দেখে পছন্দ হয় না। তাই অন্য এলাকার লোকজন এই এলাকায় বিয়ে দিতেও চায় না আবার বিয়ে করাতেও চায় না। গত একবছরে ১২/১৩টি ডেলীভারী এই রাস্তার মধ্যেই হয়েছে। সকল ধরনের ব্যবসা বন্ধ। আমরা ত্রিশাল উপজেলার সবচেয়ে অবহেলিত এলাকাবাসী।
মানববন্ধন ও বিক্ষোভ শেষে হাসানুজ্জামান নয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন নুরজাহান চক্ষু হাসপাতালের পরিচালক ডা. কবীর রায়হান, দড়িকাঠাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফজলুল করিম,এম আর এস ব্রিকসের ম্যানেজার মাহাবুবুল আলম রতন,এসকে এফকে র্ট্রেডাসের মালিক নাজমূল করিম পারভেজ, আরপি গ্রুপের ম্যানেজার আহসানুল করীম পুলক প্রমূখ।
এ সময় বক্তারা দাবী জানান, উকিলবাড়ী মোড় থেকে বানিয়াধলা কালিরবাজার পযর্ন্ত এ এলাকার একমাত্র রাস্তা। সরকার প্রধানের কাছে আমাদের দাবী আমাদের দীর্ঘ দিনের চাওয়া এ রাস্তাটি যেন দ্রুত সময়ের মধ্যে পাকা করনের ব্যবস্থা করেন।