নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: তথ্যপ্রযুক্তি ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার/সমমান কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল শনিবার (১২ মার্চ) বিকালে ভার্চ্যুয়াল প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রমের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান বলেন, ‘সময় খুব দ্রুত পরিবর্তন হয়। পরিবর্তিত সময়ের সঙ্গে খাপ খাওয়াতে হলে নিজেকে তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ আধুনিক বিজ্ঞানমনস্ক দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে হবে। এর ব্যত্যয় হলে বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টেকা যাবে না। একারণেই দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘প্রশিক্ষণ হচ্ছে একটি লার্নিং প্রসেস। শুধু প্রশিক্ষণ নিলেই হবে না। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। এটি সফলভাবে করতে পারলেই প্রশিক্ষণের উদ্দেশ্য অর্জিত হবে।’
বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ১৫ দিন। প্রতিদিন ৪টি করে সেশন অনুষ্ঠিত হবে। এই কর্মশালায় প্রায় ৫০ জন ডেপুটি রেজিস্ট্রার অশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য, আইসিটি দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মো. হাছানুর রহমান, সিইডিপির আইসিটি বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম প্রমুখ।