নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান জয়নাল মার্কেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (২২) এক যুবক নিহত হয়েছেন। রোববার রাতে দক্ষিণখান থানাধীন জয়নাল মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি।
আজ সোমবার (১৭ মে) বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছে জানতে পারি, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এএসআই মহিউদ্দিন জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। বিস্তারিত পেলে পরে জানানো হবে। তার পরনে ছিল হলুদ রঙের টি-শার্ট ও জিন্স প্যান্ট।