নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ইতিহাস গড়া জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট দলের এ ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত৷ আমি আশা করি, আগামী ম্যাচগুলোতেও বাংলাদেশ জয় লাভ করবে।