নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালের দিকে একটি অভিযান পরিচালনা করে ০১টি চোরাই মোটরসাইকেলসহ জুয়েল মোল্লা (২৮) নামে ১ জন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করে।
এছাড়া গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার একই এলাকায় অপর একটি অভিযান চালিয়ে ১টি চোরাই মোটরসাইকেলসহ শাওন (২৬) নামে ১ জন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন স্থান হতে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
যাত্রাবাড়ীতে জাল সনদ ও জাল সনদসহ ১ জন গ্রেফতার : গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শামসুদ্দোহা মাহমুদ (২৮) বলে জানা যায়।
এসময় তার নিকট থেকে ৩ ভূয়া সার্টিফিকেট, ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কী-বোর্ড, ১টি মাউস, ১টি প্রিন্টার, ১টি মোবাইল ফোন ও নগদ- ৬২০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরী করে আসছে। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।