নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ হতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর আভিযানিক দল। গতকাল (৬ জুলাই) র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শাপলানগর (কানাপট্টি) এলাকায় অভিযান চালিয়ে ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।
গ্রফতারকৃতরা শুক্কুর আলী (২৪), সুমন (২৪), আনোয়ার হোসেন @ রাজা (২১) ও আল আমিন (২৬)। এসময় তাদের নিকট থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ৪টি চাকু ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।