নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ কেরানীগঞ্জে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ।
আজ শনিবার (১২ জুন) বিকাল সোয়া তিনটার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মুসলীমনগর কানাপট্টি এলাকায় একটি অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ গোপাল চন্দ্র দাস (২৫) ও মোঃ শাহীন (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে ২ টি মোবাইল ফোন ও ৬শ’ টাকা উদ্ধার করা হয়।
জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিন কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মদকদ্রব্য সরবারহ করে আসছিল বলে জানা যায়। এনিয়ে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।