নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব- ১০ এর আভিযানিক দল।
গত শুক্রবার (২৬ মার্চ) সোয়া ৮ টার দিকে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া মাঠের কোনা বউ বাজার এলাকায় একটি অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মোঃ সাচ্চু (৪০) নামের ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।