নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হাটগুলোতে আগত ক্রেতা-বিক্রেতাদের কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা, করোনা সংক্রমণ ও এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্যবিধি পরিপালনে জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাইসন লিমিটেড।
প্রতিষ্ঠানটি দক্ষিণ সিটির ১১টি হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের জন্য বিনামূল্যে মাস্ক বিতরণ, তাদের হাত ধোঁয়ার জন্য প্রতিটি হাটে ১ জোড়া বেসিন, এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে ও করোনা সংক্রমণ প্রতিরোধে লিফলেট বিতরণ এবং কোরবানি পরবর্তী পশুর বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়াতে এলইডি স্মার্ট বোর্ডে এনিমেটেড ভিডিও প্রচার করছে।
পশুর হাটে বাইসন লিমিটেড পরিচালিত সামগ্রিক কার্যক্রম প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইকরাম আহমেদ বলেন, “কোরবানি পশুর বর্জ্যের ব্যবস্থাপনা, ডেঙ্গু ও করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হাটগুলোতে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করছি। আমরা এ পর্যন্ত ২ লক্ষ মাস্ক ও ৫০ হাজার লিফলেট বিতরণ করেছি। এছাড়াও ১১টি পশুর হাটে ১৪টি এলইডি স্মার্ট বোর্ডের মাধ্যমে ৩টি এনিমেটেড ভিডিও প্রচার করা হচ্ছে। প্রতিটি হাটেই হাত ধোঁয়ার জন্য ১ জোড়া বেসিন স্থাপন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রতিটি হাটের প্রবেশ পথ ও ভেতরে গড়ে আমাদের ১২ জন স্বেচ্ছাসেবী মাস্ক ও লিফলেট বিতরণ করছে। তাছাড়া করোনা সংক্রমণ রোধে লোকজনকে উৎসাহিত করতে হ্যান্ডওয়াশ বিতরণ করা হচ্ছে।”