নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) ৪টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ১২টি মামলায় ৯২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জুলাই) করপোরেশনের আওতাধীন বেইলি রোড, পরিবাগ, খিলগাঁও, ধোলাইখাল চায়ের পট্টি, কাজী আলাউদ্দিন রোড ও উত্তর জুরাইন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ১৮ ও ২১ নম্বর ওয়ার্ডের বেইলি রোড ও পরিবাগ এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় ৩টি স্থাপনায় লার্ভা পাওয়ায় ৩ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ ১ ও নম্বর ওয়ার্ডের খিলগাঁও আনসার ক্যাম্পের চারপাশে ৫০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় ১টি স্থাপনায় লার্ভা পাওয়ায় ১ মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের আদালত ৩৪,৩৭ ও ৪২ নম্বর ওয়ার্ডের ধোলাইখাল, চায়ের পট্টি ও কাজী আলাউদ্দিন রোডে ৬০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ২১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৫৪ নম্বর ওয়ার্ডের উত্তর জুরাইন এলাকায় ৩৩টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৫টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।
আজকের অভিযানে সর্বমোট ১৮৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১২টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১২ মামলায় সর্বমোট ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও দক্ষিণ সিটির ২৫টি ওয়ার্ডে বিশেষ চিরুনি অভিযান যথাযথভাবে পরিচালনা করা হয়েছে।