বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস)
এর পৃষ্ঠপোষক, লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা
জামান বৃহস্পতিবার (২৬-১২-২০২৪) শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,
জলসিঁড়ি এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজের দরিদ্র ও শীতার্ত মানুষের
মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সেপকস এর এই মানবিক
কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও, এ ধরণের মানবিক
কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য সেপকস এর সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ
জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সেপকস এর বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহের মাধ্যমে
সারা বাংলাদেশ ব্যাপী শীতার্ত গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা
হবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেনাসদরে কর্মরত উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণের
সহধর্মিনীগণ, সেপকস ঢাকা অঞ্চলের সভানেত্রী, সেপকস ঢাকা অঞ্চলের পরিচালনা
পর্ষদের সকল সদস্যগণ, অফিসারগণ; অন্যান্য পদবির সেনাসদস্যগণ; বেসামরিক
কর্মকর্তা ও কর্মচারীগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।