300X70
বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

দাঁড়িয়ে থাকা দুই গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত ৫

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৯:৪৬ পূর্বাহ্ণ

সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দাঁড়িয়ে থাকা বাস ও ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

উপজেলার জোরারগঞ্জ থানার মস্তাননগর বাইপাস থেকে দক্ষিণে মুরালিপুর রাস্তার মাথায় বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুমন, ফরিদ, হাসান, কাশেম ও ফকির।

গুরুতর আহত হয়েছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই মো. মোস্তফা। নিহত সবাই পথচারী বলে জানা গেছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি একেএম সরফুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, বাইপাসে সোনা পাহাড় ফিলিং স্টেশন থেকে বের হওয়ার পর একটি কাভার্ডভ্যান চট্টগ্রামগামী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। সেই ট্রাকটি সামনের জোনাকি পরিবহনের বাসে ধাক্কা লাগে। এমন সময় সেখানে দায়িত্বরত হাইওয়ে পুলিশ সদস্যদের সঙ্গে দাঁড়ানো ছিলেন সিএনজি অটোরিকশা চালকেরা।

জোনাকি পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলে পাঁচ সিএনজি অটোরিকশা চালক মারা যান। আহত হন পুলিশ কর্মকর্তা এএসআই মোস্তফা। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

এসআই সাইফুল বলেন, ‘তিনটি পরিবহনকেই জব্দ করা হয়েছে। ’

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :