বাবার ইচ্ছে ছিলো নাতিকে হেলিকপ্টারে করে বিয়ে করোনা: ফারুকের বাবা
প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: গার্মেন্টসে চাকরি করেন ফারুক। তার বাবার নাম আকতার হেসেন। অভাব অনাটনের সংসারে নুন আনতে পান্তা ফুরায় ফারুকের পরিবারে। রুপ কথার গল্পকেও হাড় মানালেন ফারুক। তার কাণ্ড দেখে রিতিমতো চোখ কপালে উঠার মতো।
আর্থিক অভাব অনটন থাকলেও প্রয়াত দাদা মরহুম মুনতাজ মিয়ার স্বপ্নপূরন করতেই ১ লাখ ৪৫ হাজার টাকায় হেলিকপ্টার ভাড়া নিয়ে বিয়ে করলেন ফারুক। এছাড়াও তার বরযাত্রী আরো ২০০ জন গেছেন ট্রলারে করে।
এ চাঞ্চল্যকর ঘটনায় রীতিমতো চমকে গেছে এলাকাবাসী। এমন অবিশ্বস্য ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া উপজেলার বাঞ্ছারামপুর উপজেলায়।
গেলো শুক্রবার ওই ফারুক তার বোন জামাই, তিন বড় বোন, ভাগ্নিকে নিয়ে হেলিকাপ্টার করে কুমিল্লার হোমনা উপজেলার নালাদক্ষিন গ্রামের কামরুল হোসেনের মেয়ে শাহনাজকে বিয়ে করতে যান। হেলিকপ্টারের বর দেখতে এলাকার উৎসুক নারী পুরুষ ভীড় করেন। বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের বাসিন্দা ফারুক।
ফারুকের বাবা আকতার হোসেন জানান, তার বাবার শখ ছিলো নাতিকে হেলিকপ্টারে করে বিয়ে করানো। দাদার শখ পূরণ করতেই অভাব অনটনের মধ্যেও এই সিদ্ধান্ত নিয়েছেন।