কুমিল্লা প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত।
তিনি গতকাল বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে ধানমন্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারসহ কুমিল্লা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মেয়রের সঙ্গে ছিলেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর আরফানুল হক রিফাত সাংবাদিকদের বলেন, ‘কুমিল্লার মানুষের ভোটে নির্বাচিত হয়ে গতকাল মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছি। আজ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আগামীকাল থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনে কাজ শুরু করবো।
তিনি সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনায় কুমিল্লার মানুষের সহযোগিতা কামনা করেছেন