বাঙলা প্রতিদিন ডেস্ক : রাজধানীতে গতকাল দিনভর ছিল থেমে থেমে বৃষ্টি। ঢাকাসহ দেশের আট বিভাগে আজ শনিবারও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উপকূলীয় এলাকায় তীব্র বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় চট্টগ্রামে পাহাড় ধসের সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে, টানা বর্ষণে চাঁদপুর, বরিশাল শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। হাঁটুুসমান পানিতে তালিয়ে রয়েছে বিভিন্ন অলিগলি।
নোয়াখালী, ভোলার নিচু এলাকা তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে জনদুর্ভোগ। খাগড়াছড়িতে দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। তবে, কক্সবাজারে হঠাৎ দেখা দেওয়া বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মাসজুড়ে মৌসুমি বায়ুর দাপট থাকতে পারে। আগামী সাত-আট দিন বৃষ্টি চলতে পারে। থেমে থেমে এ বৃষ্টি মাসের বেশির ভাগ সময় ধরে চলতে পারে।
আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি, ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে
আরও বলা হয়, উপকূলজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, যা টানা কয়েক দিন অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়া বইছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
দেশের উপকূল থেকে শুরু করে মধ্যাঞ্চল হয়ে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলজুড়ে সঞ্চারণশীল মেঘ ও ভারী বৃষ্টি হতে পারে। এ কারণে দেশের বেশিরভাগ নদীবন্দরকে ২ নম্বর স্থানীয় নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বরিশাল ব্যুরো জানায়, বৃহস্পতিবার থেকে টানা দুই দিনের বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে হাঁটুপানি জমেছে। ফলে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। বিশেষ করে নগরীর প্রাণকেন্দ্র বটতলা থেকে চৌমাথা সড়ক, বগুড়া রোডের একাংশ, রাজাবাহাদুর সড়কসহ তার আশপাশের অলিগলিতে জলাবদ্ধতা দেখা গেছে।
এ ছাড়া, নগরীর চৌমাথা সিঅ্যান্ডবি রোডসংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি বিএম কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও আটকে রয়েছে বৃষ্টির পানি।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জলানুসন্ধান বিভাগের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যাচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের জন্য স্থায়ী উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, শুক্রবার সকাল ৯টা নাগাদ ১৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার নাগাদ বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।
কক্সবাজার প্রতিনিধি জানান, হঠাৎ দেখা দেওয়া বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার নিম্নাঞ্চলের কিছু এলাকায় বানের পানি জমে রয়েছে। তবে, উজানের এলাকাগুলো থেকে পানি নেমে যাওয়ায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। এখনো চকরিয়া, রামু ও পেকুয়া উপজেলার নিম্নাঞ্চলের অনেক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।
ফেনী প্রতিনিধি জানান, পরশুরামের শালধর ও ফুলগাজীর টেটশ্বরে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি।
পাউবোর নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার জানান, সকাল সাড়ে ১০টার দিকে নদীর পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরশুরামের শালধরে বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চলে পানি ঢুকছে।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, সদরের মুসলিমপাড়া, মেহেদীবাগ, শান্তিনগর, কালাডেবা, গঞ্জপাড়া, ঠাকুরছড়াসহ চেঙ্গীপাড়ের নিম্নাঞ্চলের বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে।
দুই মাসের ব্যবধানে তিনবার পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন নদী ও ছড়ার পাড়ে বসবাসকারীরা। খাগড়াছড়ির দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক আব্দুর রহিম জানান, গত ২৪ ঘণ্টায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।
চাঁদপুর প্রতিনিধি জানান, গত বুধবার দুপুর থেকেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। শহরের বেশ কয়েকটি সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মুহাম্মদ শোয়েব জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত জেলায় বৃষ্টি হয়েছে ১০৭ মিলিমিটার।
ভোলা প্রতিনিধি জানান, টানা দুই দিনের বর্ষণে তলিয়ে গেছে জেলার বেশিরভাগ নিম্নাঞ্চল। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের, ঘরবাড়ি ও রাস্তাঘাট।
ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মনির হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৩০ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও দুই দিন।
নোয়াখালী প্রতিনিধি জানান, জেলা শহর মাইজদীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের প্রধান সড়ক ছাড়া বেশির ভাগ সড়কই পানির নিচে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন নাগরিকরা।
পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে এবং পানি নিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় একটানা বৃষ্টি হলেই শহরবাসীর দুর্ভোগ দেখা দেয়।
এ নিয়ে পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। পাউবো নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বলেন, জলাবদ্ধতা রোধ প্রকল্পে শহর ও আশপাশের ১৬১ কিলোমিটার খাল খনন করেছে পানি উন্নয়ন বোর্ড।
বাগেরহাট প্রতিনিধি জানান, ভারী বৃষ্টিপাতের কারণে মোংলা বন্দরে আমদানিকৃত সার ও গম খালাস বন্ধ রয়েছে। বৃহস্পতিবার মোংলা বন্দর কর্তৃপক্ষ ও বন্দরে সার ও গম নিয়ে আসা বাণিজ্যিক পাঁচটি জাহাজের এজেন্টরা এ তথ্য নিশ্চিত করেছেন। পণ্য খালাসের জন্য বন্দরে গম, সার, ক্লিংকার, গ্যাস ও মেশিনারিজ পণ্য নিয়ে মোট ১২টি জাহাজ অবস্থান করছে।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, জেলার নিম্নাঞ্চলের বহু রাস্তাঘাট, বাড়িঘর এখন পানির নিচে রয়েছে। ভেসে গেছে শতাধিক ঘের ও পুকুরের মাছ। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্যচাষিরা। আমনের বীজতলাও নষ্ট হয়েছে বলে জানান কৃষকরা।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নে অর্ধলক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, তিন দিনের টানা বৃষ্টিতে গলাচিপায় আমনের বীজতলা এখন পানির নিচে। পানি জমে থাকায় আমনের বীজ পচে যাওয়ার উপক্রম হয়েছে।