সংবাদদাতা, দিনাজপুর: তাপমাত্রা কমতে শুরু করেছে উত্তরের জেলা দিনাজপুরের আশেপাশের এলাকাগুলোতে। তীব্র শীতে কাঁপছে মানুষ। জনজীবন হয়ে উঠছে বিপর্যস্ত। কয়েক দিন ধরে জেলায় ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দিনাজপুর আবহাওয়া অফিস।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, জেলায় আজ সোমবার ভোর ৬টায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৮৪ শতাংশ। সেই সঙ্গে বাসাতের গতিবেগ ঘণ্টায় ৪ থেকে ৬ কিলোমিটার, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে।
বিকেল থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশার পাশাপাশি উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস বইছে। তীব্র শীতে বিপাকে পড়েছে খেটেখাওয়া মানুষ। বেরোতে পারছেন না ঘর থেকে।
তাছাড়া দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।