দিনাজপুর প্রতিনিধিঃ আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় দিনাজপুর শহরের মাতা সাগর মোড়ে অবস্থিত পৌরসভার আড্ডার ময়লার স্তূপের ভেতর থেকে এক অজ্ঞাত (৫০) নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে দুপুরে স্তূপের ভেতরে হাত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম।
পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী রবিন জানান, সকাল থেকে শহরের বিভিন্ন স্থান থেকে গাড়িতে করে ময়লা এখানে আনা হয়। দুপুরের দিকে ময়লার স্তূপে একজনর হাত দেখতে পাই। পরে ময়লা সরানো হলে এক নারীর মরদেহ দেখতে পেয়ে পৌরসভার মেয়রকে জানাই। কোনো ময়লার গাড়িতে করে এই মরদেহ ময়লার মধ্যে চলে আসছে।
ওসি জানান, খবর পেয়ে ময়লার ভাগার থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে নারীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।