বাঙলা প্রতিদিন ডেস্ক : লালমনিরহাট জেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার যুগিটারী এলাকায় ট্রাকের ধাক্কায় সাংবাদিক ইউনুস আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোকবার্তায় নিহত সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সড়কে এমন দূর্ঘটনা মেনে নেয়া যায় না। তদন্ত স্বাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। একই সাথে নিহত সাংবাদিকের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানান তিনি।
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় সাংবাদিক ইউনুস আলীর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। আরও শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি শেরীফা কাদের এমপি এবং লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হাসান।