নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নিচের দিক থেকে ১৩তম। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে কেবল খারাপ অবস্থায় আছে আফগানিস্তান।
আজ মঙ্গলবার সিপিআই-২০২১ প্রকাশ উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এ কথা জানিয়েছে।
বাংলাদেশের স্কোরে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ ১০০ নম্বরের মধ্যে ২৬ যা চার বছর ধরে একই রয়েছে। অবশ্য নিচ থেকে একধাপ এগিয়েছে বাংলাদেশ।
মোট ১০০ নম্বরের মধ্যে ৮৮ পেয়ে শীর্ষে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড। মাত্র ১১ নম্বর নিয়ে সবচেয়ে খারাপ অবস্থানে তথা নিচ থেকে প্রথম হয়েছে দক্ষিণ সুদান। আর ১৩ নম্বর পেয়ে নিচ থেকে দ্বিতীয় হয়েছে সিরিয়া ও সোমালিয়া।