পাবনা প্রতিনিধি: দেশব্যাপী সংঘটিত যৌন হয়রানি, ধর্ষণের প্রতিবাদ ও তার একমাত্র শাস্তি ফাঁসির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনার তৃণমূল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের সংগঠন পাবনা স্টুডেন্টস এসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করে।
শনিবার (৩ অক্টোবর) সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটক থেকে যাত্রা শুরু করে বিক্ষোভ মিছিলটি পাবনা শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে। এরপর ট্র্যাফিক মোড়ে এসে ছাত্র সমাবেশের রূপ নেয়। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জীবন কুমার সরকারের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা এম এইচ অনিক এর সভাপতিত্বে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন সদস্য স্মরণী আক্তার বর্ষা, আবির মোহাম্মদ জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছাত্রনেতারা ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ও ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল আদালত গঠন করে সারাদেশে দ্রুত সকল ধর্ষণের ঘটনায় বিচারের দাবি জানান। পাবনা স্টুডেন্টস এসোসিয়েশনের এই দাবিকে সাধুবাদ জানিয়ে পাবনার বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।