বাঙলা প্রতিদিন:
হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে শীতের তিব্রতা। দুর্ভোগে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীত। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে এক শিশু।
রংপুরসহ উত্তরাঞ্চলে যেন চলছে হাঁড় কাঁপানো শীত। ঘন কুয়াশায় রংপুর-ঢাকা এবং রংপুর-দিনাজপুর মহাসড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাড়ছে নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগে আক্রান্তের সংখ্যা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে এক শিশু।
উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্নস্থানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীত। কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই কুড়িগ্রামে।
শীতে ঠাকুরগাঁওয়ে ছিন্নমূল, দিনমজুর, রিক্সা ও অটোচালকসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন দুর্ভোগে।
পঞ্চগড়ে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। অনেকে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই কাজে যাচ্ছেন।
লালমনিরহাটে কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশংকায় চাষীরা।
গাইবান্ধায় শীতে হাসপাতালগুলোতে বাড়ছে শীত জনিত রোগীর সংখ্যা। ঘন কুয়াশায় মহাসড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুরে তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও হিমেল বাতাসের কারণে বাড়ছে শীতের প্রকোপ।
গাইবান্ধায় ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে বিপাকে খেটে খাওয়া মানুষ। তারা জানান, কুয়াশায় রাস্তাঘাট দেখা যায় না, সেই সঙ্গে আছে বাতাস। খুব ঠাণ্ডা।
ঠাকুরগাঁওয়ে ছিন্নমূল, দিনমজুর, রিক্সা ও অটোচালকসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন দুর্ভোগে।
এদিকে কনকনে শীতে সিরাজগঞ্জে জনজীবন বিপর্যস্ত। লালমনিরহাটে কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশংকায় চাষীরা।
চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় দুর্ভোগে ছিন্নমুল মানুষ।