নিজস্ব প্রতিবেদক : দেশের ১৫টির বেশি জেলা কালবৈশাখী ঝড়-বৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে। আজ রোববার (৯ মে) দুপুর আড়াইটার দিকে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর ও তৎসংলগ্ন জেলাগুলো দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির অথবা বজ্রবৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে।
আজ রোববার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এই ২৪ ঘণ্টা পরবর্তী ৩ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।