নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাস প্রতিষেধক টিকা গ্রহন করার প্রবনতা বেড়েছে। ফলে বৈশ্বিক করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের চেয়ে অনেকটা কমেছে। এ পর্যন্ত বাংলাদেশে করােনা প্রতিষেধক টিকাগ্রহণ করতে ইচ্ছুক নিবন্ধনকারীর সংখ্যা ৪ কোটি ২ লাখ ৫৭৪ জন। গতকাল বুধবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর।
এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৩ কোটি ৯৭ লাখ ৬৪ হাজার ২১৩ জন ও পাসপাের্টের মাধ্যমে ৫ লাখ ৩৬ হাজার ২৬১ জন নিবন্ধন করেন।
বুধবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানাে গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গতকালের ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে গণটিকাসহ সর্বমােট টিকা নিয়েছেন আরও ১১ লাখ ৫৪ হাজার ১৬৭ জন। তাদের মধ্যে প্রথম ডােজের টিকা নিয়েছেন ৩ লাখ ৭৯৪ জন ও দ্বিতীয় ডােজের টিকা নিয়েছেন ৮ লাখ ৫৩ হাজার ৩৭৩ জন।
প্রথম ডােজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ৫৩ হাজার ৬৯৩ জন ও নারী এক লাখ ৪৭ হাজার ১০১ জন। দ্বিতীয় ডােজের টিকা গ্রহণকারীদের মধ্যে
পুরুষ ৪ লাখ ৫৬ হাজার ৩৮৪ জন এবং নারী ৩ লাখ ৯৬ হাজার ৯৮৯ জন। চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করােনাভাইরাস প্রতিরােধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের এস্ট্রাজেনেকা টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
৮ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমােট টিকা গ্রহণকারীর সংখ্যা ৩ কোটি ২৭ লাখ ২৪ হাজার ৪০১ জন। তাদের মধ্যে প্রথম ডােজের টাকা নিয়েছেন ২ কোটি ১৪ লাখ ২ হাজার ৮৫৯ জন আর দ্বিতীয় ডােজের টিকা নিয়েছেন ১ কোটি ২৫ লাখ ৮১ হাজার ৫৪২ জন।