ডেস্ক রিপোর্ট: দেশে একদিনে আরো ১৬ জনের মৃ্ত্যু হয়েছে। আর একদিনে নতুন করে একদিনে করোনা শনাক্ত হয়েছে ৪৪৩ জনের দেহে । এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়লো ৫ লাখ ৪১ হাজার ৮৭৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩১৪ জনে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৩৩ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ২৫৪ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশে সরকারি ও বেসরকারি মিলে মোট ২১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় মোট ১৬ হাজার ৬১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৩৮ লাখ ৯৩ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।