মোট সুস্থ হয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন
নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসে দেশে একদিনে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৩শ’ ১৮ জন ।এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন। মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ২১৭ জনে। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন।
শুক্রবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ শুক্রবার সকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ২৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী ৯ জন।
বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ১ জন ও সিলেটে ২ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৫৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৩৯টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩০ লাখ ৫০ হাজার ৬৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ০২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।