নিজস্ব প্রতিবেদক: দেশে বৈশ্বিক মহামারি করোনার প্রতিষেধক দেওয়া শুরু হয়েছে। গতকাল রোববার ( ৭ ফেব্রুয়ারী) থেকে বাংলাদেশে আনুষ্ঠানিক টিকা দান শুরু হয়েছে।
প্রথম দিনে বিচারপতি, মন্ত্রী-সচিবসহ বিশিষ্টজনরা টিকা গ্রহন করেছেন। ফলে দেশে মানুষের মাঝে কমেছে করোনা আতংক। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে১৬ জন।
এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২২১ জনে। আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হলেন মোট ৫ লাখ ৩৮ হাজার ৩৭৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৫৯ করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হলেন ৪ লাখ ৮৩ হাজার ৯৩১ জন।