ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন:
বৈশ্বিক মহামারি করোনার আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল কোন ভাবেই থামছে না। দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে চলছে সবচেয়ে কঠোর লকডাউন। করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরো ২২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ২শ ৯১ জনের দেহে। এনিয়ে সরকারী হিসাব মতে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা দাড়িয়েছে ১৯ হাজার ২৭৪ জনে। আর আজকের ১১২৯১ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ লক্ষ ৬৪ হাজার ৬৩৫ জনে।
গতকাল শনিবার (২৪ জুলাই) সকাল ৮টা থেকে আজ রোববার (২৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এসব রোগী শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ রোববার (২৫ জুলাই) বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। আর বাংলাদেশে সবশেষ তথ্য অনুযায়ী করোনামুক্ত হয়েছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ। সবশেষ করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৬২ শতাংশ। আর সুস্থতার হার ৮৫ দশমিক ৭৭ শতাংশ। করোনাভাইরাসে মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।