নিজস্ব প্রতিবেদক : দৈনিক জনতার সম্পাদক ও বাংলাদেশ সম্পাদক ফোরামের নির্বাহী সদস্য আহসান উল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রোববার সন্ধ্যা ৭.৩০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। কর্মজীবনে তিনি দৈনিক ইত্তেফাক ও বাংলার বানীতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং বার্তা সংস্থা আবাস ও ভারত বিচিত্রার সম্পাদক ছিলেন।
২০১০ সালে তিনি দৈনিক জনতার সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন । মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক জনতায় সম্পাদকের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি দুই পূত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
প্রবীণ সাংবাদিক আহসান উল্লাহর মৃত্যুতে বাংলাদেশ সম্পাদক ফোরামের প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আহবায়ক রফিকুল ইসলাম রতন ও সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।