বায়েজীদ হোসেন, গাজীপুর: গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদ এর উপদেষ্টা দৈনিক নতুন ভোর এর সিনিয়র স্টাফ রিপোটার মোঃ ফখরুল আলম এর মাতা সখিনা খাতুন (৯২) বার্ধক্য জনিত কারণে গতকাল শনিবার (১০ জুলাই) দিনগত রাত ১১.৩০ মিনিটে পশ্চিম জয়দেবপুর এর বাস ভবনে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি —রাজিউন)।
আজ রবিবার (১১ জুলাই) সকাল ১০.০০ ঘটিকায় গাজীপুর মহানগরের ২৬ নং ওয়ার্ডের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমার জানাযার নামাজ শেষে মুন্সিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দুই ছেলে, তিন মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুনো গ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদ, দৈনিক নতুন ভোর, দৈনিক নওরোজ পাঠক ফোরাম গাজীপুর, বাংলাদেশ জলাভূমি ও পুকুর রক্ষা কেন্দ্রীয় কমিটি, পবিত্র মক্কা শরিফ তাওয়াফ কমিটি গাজীপুর ও জাতীয় সাংবাদিক সংস্থা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।