300X70
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২০ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

দৌলতদিয়ায় ধরা পড়ল ৪৩ কেজির বাঘাইড়

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৯, ২০২০ ১:২৩ পূর্বাহ্ণ

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়েছে ৪৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দৌলতদিয়া ঘাটের দুলাল মণ্ডলের আড়তে মাছটি বিক্রি করেন আনন্দ হালদার নামের এক জেলে। এসময় মাছটি আড়ত থেকে ১১৪০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ২০ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ। পরে তিনি ১৩০০ টাকা কেজি দরে ৫৫ হাজার ৯শ’ টাকায় মাছটি বিক্রি করেছেন। আর আনন্দ হালদার একমাসে প্রতিদিন জাল ফেলে অনেক ছোটবড় মাছ ধরলেও এত বড় মাছ সে আজই পেয়েছেন। মো. শাহজান শেখ জানান, সোমবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেললে ৪৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে আনন্দ হালদারের জালে। সকালে তিনি মাছটি দৌলতদিয়া ঘাটের দুলাল মণ্ডলের আড়তে বিক্রি করতে আনলে আমি ১১৪০ টাকা কেজি দরে ৪৯ হাজার ২০ টাকায় কিনে নিই। পরে ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৩০০ টাকা কেজি দরে ৫৫ হাজার ৯শ’ টাকায় বিক্রি করেছি। তিনি আরও জানান, এখন প্রায়ই নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে। মাছ কেনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড ও মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন তিনি।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :