নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : র্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা হতে সোয়া ১০ লক্ষ টাকার হেরোইনসহ ২জনকে গ্রেফতার করেছে।
তারমধ্যে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় আজ রোববার (২০ মার্চ) দুপুরের দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ২৬৫ পুরিয়া হেরোইনসহ সোহেল ফরাজী (২৮) নামে ১ জনকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
অপরদিকে, গতকাল শনিবার (১৯ মার্চ) রাতে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন উত্তর চানমারী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৫ লক্ষ টাকা মূল্যের ৪৪৭ পুরিয়া হেরোইনসহ আকাশ (২০) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন ও ১ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিন কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।