নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানী ঢাকার ধানমন্ডি থানাধীন শংকর এলাকায় গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) র্যাব-১০ এর আভিযানিক দল অভিযান চালিয়ে ৫০০পিস ইয়াবাসহ ফয়েজ আহম্মদ রাজু (৩০) ও মিজানুর রহমান (২৩) নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ০১টি মোটরসাইকেল ও ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ধানমন্ডিসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।