300X70
রবিবার , ৫ মার্চ ২০২৩ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ধানমন্ডির সায়েন্সল্যাব শিরিন ম্যানশন ভবনে বিস্ফোরণে নিহত ৩ , আহত -১৫

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৫, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানীর ধানমন্ডি- কলাবাগানস্হ সায়েন্স ল্যাবরেটরির পাশে একটি বাণিজ্যিক ভবনে বিকট শব্দ হয়ে বিস্ফোরণ এবং অগ্নিকান্ডের ঘটনায় তিন জনের প্রাণহানি হয়েছে।  শিরিন ম্যানশন নামে ওই ভবনে বিস্ফোরণের ফলে তিন তলার দেয়াল আংশিক ধসে পড়েছে। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিন জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে।

এঘটনায় আহতদেরকে স্হানীয় পপুলার হাসপাতাল, ঢামেক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালও ক্লিনিকে ভর্তিসহ চিকিৎসা করা হচেছ। বিস্ফোরণের পর স্হানীয় লোকজন তাদের উদ্বার করে স্হানীয় পপুলার হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিন জন মারা যায়।।
নিহতরা হলেন- শফিকুজ্জামান (৪৪), আব্দুল মান্নান (৬৪) মো:তুষার (২৪)।

আজ রোববার দুপুর সোয়া ১ টায় ডিএমপির ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী তিন জন মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ, ফাশার সার্ভিস ও স্হানীয় লোকজন জানান, এঘটনায় ওয়ার্কশপ ইঞ্জিনিয়ার খাইরুলসহ কমপক্ষে ১৪/১৫ জন আহত হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নেয়ারা হলেন, নুর নবী (২৩), আকবর আলী (৫২), আশরাফুজামান (৩৬), আশা (২৫), হাবিবুর রহমান (৩২) ও জহুর আলী (৫২)।

এছাড়া ঢামেক হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন, জাকির হোসেন জুয়েল (৩৫), মেহেদী হাসান (২৫), তাজ উদ্দিন (৩০), কবির হোসেন (৩০), রাবেয়া খাতুন (২৫), নুর নবী (২৪), কামাল হোসেন (৪০) ও অজ্ঞাত একজন (৪০)। আহতদের অধিকাংশই পথচারী ও দোকান কর্মচারী।  আহতদের মধ্যে ৫/৬ জনের অবস্হা আশংকাজনক বলে জানা গেছে।

নিহতদের মধ্যে শফিকুজ্জামানের গ্রামের বাড়ি শরীয়তপুরে। তিনি নিউ জেনারেশন নামে একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। রাজধানীর লালবাগের বাসিন্দা আব্দুল মান্নান একই প্রতিষ্ঠানে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। আর তুষারের গ্রামের বাড়ি নরসিংদীতে। তিনিও কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিল।

এদিকে, রোববার দুপুর তিনটায় ‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”র সদরদপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ঘটনার সত্যতা নিচ্ছিত করে জানান, আজ সকাল ১০টা ৫২ মিনিটের দিকে রাজধানীর ধানমন্ডি সায়েন্সল্যাব মোড় থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে প্রিয়াঙ্গন শপিং মলের পাশে শিরিন ম্যানশন ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে তিন তলা বিশিষ্ট ভবনটি আংশিক ধসে পড়ে ও আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পলাশী, সিদ্দিকবাজার (হেডকোয়ার্টার) ও ধানমন্ডি টহল সহ চারটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সম্পূর্ণ আগুন নির্বাপন করা হয় ১১ টা ৪৪ মিনিটে।

এ ঘটনায় আহত নিউ জেনারেশন নামক একটি প্রতিষ্ঠানের ওয়ার্কশপ ইঞ্জিনিয়ার খাইরুল জানান, হেমায়েতপুরের ফ্যাক্টরি থেকে কাজে অফিসে এসেছিলাম। তারপর হঠাৎ বিস্ফোরণ ঘটে। চোখের সামনেই তিনজন মারা গেছে।

প্রত্যক্ষদর্শীরা ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন জানান, দুর্ঘটনার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণের মধ্যে পুরো এলাকায় গ্যাসের তীব্র গন্ধ ভেসে আসে। তিনতলা এই ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলায় বেশ কয়েকটি কাপড়ের দোকান রয়েছে। এছাড়াও এর পাশেই সুউচ্চ আবাসিক ভবন ও প্রিয়াঙ্গন শপিংমল রয়েছে। বিস্ফোরণে দেয়ালের ইট ও কাঁচ ছিটকে সড়কে পড়ে। এতে করে ফুটপাতে থাকা পথচারী ও সিএনজিচালকসহ ১৪/১৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চারটি কারণে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। শর্টসার্কিট, জমে থাকা গ্যাস, গ্যাস সিলিন্ডার ও এসির কারণে বিস্ফোরণ হতে পারে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান,
‘আমাদের এখানে এখন পর্যন্ত ছয় জন চিকিৎসাধীন আছে। তাদের কয়েক জনের স্বল্প বার্ন রয়েছে। এছাড়াও কয়েক জনের ২০ থেকে ৪০ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এ সব তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন ৭জন। এছাড়া আরও ৬ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বলেন, আমরা এ পর্যন্ত আট জনকে পেয়েছি। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের অধিকাংশরাই নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ইনজুরি রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই জনকে ভর্তি করানো হয়েছে।

ডিএমপির ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পথচারী খাইরুল, প্রতিষ্ঠানের কর্মকর্তা হান্নান ও শিক্ষার্থী পায়েল। আর নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার।

ভবনটিতে কী ধরনের বিস্ফোরণ ঘটেছে তা খুঁজতেই মূলত বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্হলে এসেছে। তবে আগুন, কালো ধোয়া আর অন্যান্য ধ্বংসস্তূপের কারণে কর্মকর্তাদের কাজ করতে বেগ পেতে হচ্ছে।

বোম ডিসপোজাল ইউনিটের একজন কর্মকর্তা জানান, এসি, সিলিন্ডার নাকি অন্য কিছু বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে সিআইডিসহ অন্যান্য সংস্থার এক্সপার্টগণ উপস্থিত আছেন, তারাও কাজ করছে এখানে।

অপরদিকে, ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ সাংবাদিকদের জানান, শিরিন ম্যানশন নামে এই ভবনটির তিন তলায় ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির অফিস রয়েছে। তবে, কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসেছেন, তদন্তের পর জানা যাবে কী কারণে এই বিস্ফোরণটি ঘটেছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর সমাধিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

ডিলারদের সাথে লেনদেনে বিকাশের সল্যুশন ব্যবহার করবে কেএসআরএম

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের নারী কমিটির সম্মেলন অনু্ষ্ঠিত

৮৩তম সাঁজোয়া রিক্রুট ব্যাচ-২০২২ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মুজিব আমার পিতা’ এনিমেটেড মুভির শুভমুক্তি

আইনজীবী হত্যায় মায়ের যাবজ্জীবন, ছেলের মৃত্যুদণ্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু

বাঙালির সব অর্জন এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে : তথ্যমন্ত্রী

কলাপাড়ায় শাহাজালাল ইসলামী ব্যাংকের পরিচালকদের সংবর্ধনা

মগবাজার এলাকায় রেললাইনে ফাটল, দুর্ঘটনার আশঙ্কা প্রত্যক্ষদর্শীদের

ব্রেকিং নিউজ :