বাঙলা প্রতিদিন ডেস্ক: সারাদেশের ন্যায় নওগাঁয় ও দিনাজপুরের খানসামায় জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:
নওগাঁ প্রতিনিধি জানান : “মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় আলোচানা সভার মধ্য দিয়ে পালিত হয় ৪র্থ জাতীয় ভোটার দিবস ২০২২। আজ বুধবার (২মার্চ) জেলা নির্বাচন কমিশন নওগাঁর আয়োজনে জেলা নির্বাচন কমিশন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।
এর আগে জেলা নির্বাচন কমিশন প্রাঙ্গনে জেলা প্রশাসক বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় ভোটার দিবস ২০২২ এর শুভ উদ্বোধন করেন নওগাঁ সদর নির্বাচন কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায় আলোচনা করেন নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, উপজেলা কর্মকর্তা ও কর্মচারী এবং শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
খানসামা প্রতিনিধি জানান: দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় ভোটার দিবস ২০২২ পালিত হয়েছে। আজ বুধবার সকালে মুজিব বর্ষের অঙ্গীকার,রক্ষা করব ভোটাধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে খানসামা উপজেলা প্রশাসন,খানসামা ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় ভোটার দিবস শুভ উদ্বোধন,র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার ইউএনও রাশিদা আক্তার, এসিল্যান্ড মারুফ হাসান, ওসি কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা বৃন্দ।