নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ শহরের ব্যস্ততম চুড়িপট্টি এলাকার চাঁদনীচক মার্কেটের ৫ম তলায় একটি কসমেটিকসের গোডাউনে আগুন লেগে ১০ থেকে ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ আগুনের সুত্রপাত হয়। পরে ফাযার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় দুপুর সাড়ে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই গোডাউনে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রীর পাশাপাশি গ্যাসলাইটার ছিল বলে জানান ব্যবসায়ীরা। দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়।
নওগাঁ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক একেএম র্মোশেদ বলেন, সকাল সাড়ে ১১টার পর আগুন লাগার খবর পেয়ে আমাদের টিম আসে। দুপুর ২টার পর পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ১০থেকে ১৫ লক্ষ টাকা মূল্যের সামগ্রী পুড়ে গেছে, দোকান মালিকের নাম বাহাদুর হোসেন।