নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রেসক্লাবের সদ্য প্রয়াত ৩ সদস্যের স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। অতি সম্প্রতি নওগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহজাহান আলী, সাবেক সহ-সভাপতি বিশ্বনাথ দাস এবং সদস্য হাফিজুর রহমানের স্মরনে বৃহষ্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ স্মরনসভায় সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনি।
এই তিন সদস্যদের কর্মজীবন ও ব্যক্তিজীবন তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাবেক সভাপতি মোঃ নবির উদ্দিন, সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, সাবেক সাধারন সম্পাদক ফরিদুল করিম তরফদার, মোঃ সাদেকুল ইসলাম, এ এস এম রায়হান আলম, বেলায়েত হোসেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, বর্তমান সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন জুয়েল, আদমদীঘি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হোসেন ভোলা, অবজারভার প্রতিনিধি ওবায়দুল হক, প্রয়াত শাহজাহান আলীর ছোট ভাই আলমগীর হোসেন এবং বিশ্বনাথ দাসের পুত্র সুবির কুমার দাস ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শফিক ছোটন।