ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার আসামী বিদেশী পিস্তলসহ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।
এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১২:০০ ঘটিকা হতে রাত ২১:৩০ ঘটিকা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।
এসময় ভ্রাম্যমাণ আদালত উক্ত এলাকায় ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রয় করার অপরাধে তাসফিয়া বেকারিকে নগদ ১ লক্ষ টাকা, আল্লাহর দান বেকারিকে নগদ ২ লক্ষ টাকা, বি-বাড়িয়া বেকারিকে নগদ ৩ লক্ষ টাকা ও ইয়াগো ফুড এন্ড এ্যাগ্রোকে নগদ ৩ লক্ষ টাকা করে চারটি প্রতিষ্ঠানকে মোট ৯ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন।
এছাড়া একইদিন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে অপর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় অপর একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় ভ্রাম্যমাণ আদালত উক্ত এলাকায় নকল লুব্রিকেন্ট, নকল তার ও ভেজাল খাবার উৎপাদন, মজুদ এবং বিক্রয় করার অপরাধে কোয়ালিটি ক্যাবল ইন্ডাস্ট্রিকে ২০ লক্ষ টাকা ও বিসমিল্লাহ লুব্রিকেন্টকে ১ লক্ষ টাকা করে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন।
এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত প্রায় ২০ হাজার টাকা মূল্যের ৩০ কেজি ভেজাল মাখন (বাটার) ধ্বংস করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা নকল লুব্রিকেন্ট, নকল তার এবং ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল বলে জানা যায়।
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার আসামী বিদেশী পিস্তলসহ গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শক্সৃখলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ আগস্ট ২০২১ তারিখ আনুমানিক রাত ০২:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং- ৬২, তারিখ- ১৯/০৭/২০২১ ইং, ধারাঃ- ৩০২/৩৪ পেনাল কোড (বহুল আলোচিত অটোরিক্সা চালক সাগর হত্যা) মামলার ২য় অন্যতম আসামী মোঃ রবিউল @ রবিন (২০)কে ১টি বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১ টি মোবাইল ফোন ও নগদ- ৬১০ টাকা উদ্ধার করা হয়।
জানা যায় যে, নিহত সাগর (২০) পেশায় একজন লেগুনা চালক। গত ১৬ জুলাই ২০২১ খ্রিঃ তারিখ সাগর তার বন্ধু শুভ গাজী @ রতন এর নিকট পূর্বের ধার দেওয়া টাকা চাইতে গেলে রবিন, শামীম ও রুবেলসহ তার অন্যান্য বন্ধুদের সাথে ঝগড়া হয়। এরই সূত্র ধরে গত ১৭/০৭/২০২১ইং তারিখ আনুমানিক রাত ০৮:৩০ ঘটিকায় সাগর চুনকুটিয়া যাওয়ার পথে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী গোলচত্তর পেট্রোল পাম্পের সামনে এসে গাড়ি থামানো মাত্রই ধৃত রবিন ও তার অন্যান্য সহযোগীরা সাগরকে টেনে হেছড়ে গাড়ী থেকে নামিয়ে মারধর করতে থাকে একপর্যায়ে সে প্রাণে বাঁচার জন্য পালানোর চেষ্টাকালে গ্রেফতারকৃত আসামী রবিন সাগরের ডান কাঁধে ও কোমরের বাম পাশে হত্যার উদ্দেশ্যে ছুরি দ্বারা আঘাত করে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সাগরকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল, ঢাকায় নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। উক্ত ঘটনায় নিহতের পিতা মোঃ জমির আলী (৪৫) বাদী হয়ে দক্ষিণ কেরণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করে।
উল্লেখ্য যে, গত ১৮/০৮/২০২১ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় উক্ত মামলার ১ নং আসামী মোঃ রুবেল (২২)কে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা হতে গ্রেফতার করে এবং পালাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় উক্ত আভিযানিক দল সাগর হত্যা মামলার অন্যতম ২য় আসামী মোঃ রবিউল @ রবিন (২০)কে ১টি বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্রধারী রবিন সাগর হত্যার সাথে সরাসরি জড়িত বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।