নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : প্রশিক্ষণপ্রাপ্ত নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরন করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক লিমিটেড। সম্প্রতি মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে ঋণের প্রতীকী চেক তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মোঃ নাসের এবং জনতা ব্যাংকের ডিএমডি মোঃ আব্দুল জব্বারসহ ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক এর এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপাটমের্ন্ট এর তত্বাবধানে এসইআইপি প্রকল্পের অংশ হিসেবে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে জনতা ব্যাংক রিজিওনাল স্টাফ কলেজ চট্টগ্রামে এর আগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণে উদ্যোক্তারা অংশ নেন।