300X70
শুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

নতুন ক্লাবে বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৮:৩৮ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: বয়স প্রায় ৫৬। এখনো খেলে চলেছেন পেশাদার ফুটবল। জাপানের কাজুয়োশি মিউরা সই করলেন পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ক্লাব অলিভারেন্সে।

আগামী ২৬ ফেব্রুয়ারি ৫৬ বছর পূর্ণ হবে মিউরার। যে বয়সে সকলে পেশাদার ফুটবল ছেড়ে কোচিং বা ক্রীড়া প্রশাসনে যুক্ত হয়ে যান, ওই বয়সেও চুটিয়ে খেলে চলেছেন জাপানের এই ফুটবলার। তিনিই এখন বিশ্বের প্রবীণতম পেশাদার ফুটবলার। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত জাপানের হয়ে ৮৯ ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে তার গোলের সংখ্যা ৫৫। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও খেলা ছাড়েননি তিনি। ২০০৫ সাল থেকে তিনি জাপানের ইয়াকোহামা এফসির ফুটবলার। যদিও গত ১৭ বছরে লোনে একাধিক ক্লাবের হয়ে খেলেছেন তিনি। এ বার লোনে সই করলেন পর্তুগালের দ্বিতীয় ডিভিশন ক্লাবে। এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

উল্লেখ্য, পর্তুগালের ক্লাব অলিভারেন্সের মালিকানা রয়েছে জাপানের ইয়াকোহামা এফসি কর্তৃপক্ষের হাতেই। পর্তুগিজ লিগের দ্বিতীয় ডিভিশনে এ মরসুমে ভালো পারফরম্যান্স করতে পারছে না অলিভারেন্স। স্ট্রাইকারের সমস্যায় ভুগছে দল। তাই মিউরাকে লোনে অলিভারেন্সে পাঠিয়েছে ইয়াকোহামা এফসি।

গত মরসুমে লোনে মিউরা খেলেছিলেন সুজুকা পয়েন্ট গেটার্সের হয়ে। ১৮টি ম্যাচে দু’টি গোল করেছিলেন। ১৯৮০ সাল থেকে পেশাদার ফুটবল খেলছেন মিউরা। নতুন ক্লাবের সঙ্গে চুক্তি সইয়ের পর মিউরা বলেছেন, ‘এই জায়গাটা আমার কাছে একদম নতুন। এখনো কঠোর পরিশ্রম করতে পারি। সকলের সামনে নিজের ফুটবল দক্ষতা প্রমাণ করতে চাই। দেখাতে চাই কেমন ফুটবল খেলি আমি।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :