নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : নতুন নতুন স্থানে অনুসন্ধান ও উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে আদিয়ামান শহরের বিভিন্ন প্রান্তে তারা ছুটে যাচ্ছেন প্রাণের অস্তিত্ব খুঁজতে। একই সাথে ধ্বংসস্তূপে আটকে থাকা মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার চেষ্টা করছেন উদ্ধারকারী দলের সদস্যগণ।
উদ্ধারকাজে গিয়ে তারা একাত্ম হয়ে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা উদ্ধারকর্মীদের সাথে। হাতে হাত আর কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়ছেন উদ্ধারকাজে। জীবনের ঝুঁকি নিয়ে করা তাদের এই উদ্ধারকাজকে প্রশংসা করছেন তুরস্কের গণমাধ্যমকর্মী থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষ। বাংলাদেশের প্রতি তাঁরা তাদের গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১৫ জনকে উদ্ধার করেছেন তাঁরা। এর মধ্যে জীবিত-১ জন এবং মৃত-১৪ জন। তুরস্কে উদ্ধারকারী দলের মিডিয়া কো-অর্ডিনেটর ফায়ার সার্ভিস-এর উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।