সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব দিবস অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে আনন্দ উচ্ছাসে মেতে উঠেছে শিশু শিক্ষার্থীরা।
উপজেলার ১২৮ টি প্রাথমিক বিদ্যালয়, ২৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ১০ টি দাখিল মাদরাসা ও প্রায় অর্ধশত কিন্ডার গার্টেনে, সারা দেশের ন্যায় একযোগে রবিবার (১ জানুয়ারী) এই উৎসব দিবস উদযাপন করেছে।
এর মধ্যে গতকাল সকাল সাড়ে ১০ টায় মালখানগর হাই স্কুলে পাঠ্যপুস্তক উৎসব দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভুইয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক রবীন্দ্র ভাওয়ালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারি শিক্ষা অফিসার আশরাফুল আলম। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক সামছুল হক, সহকারি প্রধান শিক্ষক ফরিদ মিয়া, প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম বাবুল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ খান, রাজু আহমেদ প্রমুখ।
এছাড়া বেলা ১১ টায় মালখানগর প্রভাতী কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে আনন্দ উচ্ছাসে মেতে উঠে। সকাল ১০ টায় মালখানগর দাখিল মাদরাসায় ব্যাপক আয়োজনে পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপন করা হয়েছে।