প্রতিনিধি, নরসিংদী: ইঁটকাঠের পাথরের শহরে মানুষ আজ কর্মব্যস্ততায় হাফিয়ে উঠেছে। তাই যখনই কোন বিনোদনের জায়গা খোঁজে পায় তখনই সেখানে পঙ্গপালের মতো ছুটে যায়।
পাইকারচর ইউনিয়নের কামারচর এর আবদুল বাশার পেশায় একজন কৃষক। তিনি সাংবাদিকদের জানান, নরসিংদী কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে ৬০ শতাংশ জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেন।
কার্তিক মাসে বীজ বপন করেন এবং আগামী চৈত্র মাসে ফলন পাবেন বলে আশাবাদী। তবে ফুল পরিপূর্ণ ভাবে প্রস্ফুটিত হওয়ার পর মানুষ বাগানের সৌন্দর্য দেখে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। এতে নরসিংদী জেলা সহ আশেপাশের জেলা থেকেও মানুষ দলে দলে আসছে সূর্যমুখী বাগান দেখার জন্য।
অনেকে ফুল ছিড়ে ফেলে, ভিতরে এসে ছবি তুলে। ফলে তিন মাস হলো আমি এই জমিতেই দিন-রাত থাকতেছি। সরকারি অর্থ সহায়তা পেলে আগামীতে আরো ব্যাপক পরিসরে চাষাবাদ করার আশা ব্যক্ত করেন। এই ফুল থেকে ভোজ্য তেল উৎপাদন করে বাজারে চাহিদা মেটানো সম্ভব বলে মনে করেন আবদুল বাশার।
সূর্যমুখী ফুলের বাগান দেখতে আসা শামীম বলেন, আমি ফেসবুকে দেখি অনেকেই বাগানটা দেখে পোস্ট দেয়। তাই আজ বন্ধুদের নিয়ে আমিও দেখতে এলাম। সত্যিই সূর্যমুখী ফুল অসম্ভব সুন্দর যা নিজের চোখে না দেখলে বুজা যাবে না।
নুরুন্নাহার আক্তার বলেন, ঘরের ভিতর থাকতে থাকতে এক প্রকার বিরক্ত হয়ে গেছি। সবার মুখেই এই বাগানের সৌন্দর্য শুনে স্বামী,সন্তানদের নিয়ে দেখতে এলাম। সত্যিই আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। যারা প্রকৃতি কে ভালবাসে তারা আসতে পারে দেখার জন্য।