প্রতিনিধি, নাগেশ্বরী : কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় ভোটার দিবসে জাতীয় পরিচয়পত্র এস্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে ২মার্চ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুমের সভাপত্বিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি-২৫ কুড়িগ্রাম-১ মাননীয় জাতীয় সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোতালেব ও আমিনুল ইসলাম বাচ্চুসহ উপজেলার বিভিন্ন অফিস কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।