বাঙলা প্রতিদিন ডেস্ক : পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গত বুধবার নাটোরের বড় হরিশপুর এলাকায় সমাজের সুবিধা বঞ্চিত অসহায়, দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক পিএলসি।
ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল, এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
জনতা ব্যাংক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জিএম অরুণ প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, নাটোর এরিয়া প্রধান মো.সফিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।